ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিত :ন্যাপ

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
চীনে করোনাভাইরাসের ভয়াবহতার পর সময় পেয়েও আমাদের দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে মূলযোদ্ধা চিকিৎসক ও তাদের সহকর্মীদের সময়মতো ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিতে পারেনি। সরকারি-বেসরকারি হাসপাতালের সমন্বয়ে প্রয়োজনীয় আইসিইউ বেড, ভেন্টিলেশন মজুদ ও সরবরাহ করে সমন্বিত পরিকল্পিত শক্তিশালী চিকিৎসা ব্যবস্থা গড়তে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এ মন্তব্য করেছেন। নেতারা বলেন, 'আমরা শহিদ মঈনের শোকগাথা হৃদয়ে স্বাস্থ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করি। যদিও নির্লজ্জ মন্ত্রী পদত্যাগ করবেন বলে দেশবাসী আশা করে না। তাই প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর বরখাস্ত চাই। মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালকেরও অপসারণ চাই। এ ব্যর্থতার দায় তাদের নিতেই হবে। সবকিছু যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া না হয় তাহলে আর তাদের রেখে লাভ কী? তাই এ অপদার্থদের বরখাস্ত চাই।'