করোনার মধ্যেও চীনা প্রকল্পগুলোর কাজ অব্যাহত

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
নির্মাণাধীন পদ্মা সেতু -ফাইল ছবি
বিশ্বব্যাপী চলছে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব। দেশ থেকে দেশে ছড়িয়ে পড়েছে এ মহামারি ভাইরাসটি। করোনাভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিশ্ব মোড়লরাও। থমকে আছে বিশ্ব অর্থনীতি। একমাত্র চীনই দেখিয়েছে দেশটিতে ভাইরাসের সংক্রমণ রোধে শতভাগ সফল নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাংলাদেশে চলমান চীনা প্রকল্পগুলোর প্রায় বেশিরভাগ প্রকল্পের কাজই এখন চলমান রয়েছে। দৃশ্যমান অগ্রগতি নিয়ে চলছে প্রকল্পগুলোর কাজ। সিংহভাগ চীনাকর্মী পর্যাপ্ত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রকল্পের নির্মাণ অগ্রগতি নিশ্চিতে কাজ করে যাচ্ছেন এরই মধ্যে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে, পদ্মা সেতু প্রকল্প, পদ্মা সেতু রেলওয়ে সংযোগ প্রকল্প, কর্ণফুলী নদীর নিচে মাল্টি লেন রোড টানেল প্রকল্প, চীনের সহযোগিতায় চীন-বাংলাদেশ মৈত্রী প্রদর্শনী কেন্দ্র প্রকল্প ইত্যাদি। ধারণা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হতে যাচ্ছে এসব প্রকল্পের কাজ। চীন প্রথম থেকেই কোভিড-১৯ মোকাবিলায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের। \হএরই মধ্যে দেশটির সরকার পাঠিয়েছে করোনা মোকাবিলায় উলেস্নখযোগ্য সহায়ক চিকিৎসাসামগ্রী। বাংলাদেশ থেকে এরই মধ্যে অনেক দূতাবাস নিজেদের নাগরিকদের সরিয়ে নিলেও গত ৩১ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে চীন জানায়, পরিস্থিতি যাই হোক বাংলাদেশের পাশে থাকবে চীন সরকার। চীনের হুবেই প্রদেশের উহান শহরে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের সময় বাংলাদেশ সরকার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় চীন সরকারের প্রতি। নিজেদের সমস্যা কাটিয়ে চীন এখন বিশ্বের অনেক দেশের দিকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।