রংপুরে পুলিশ সেজে চাঁদাবাজি, গ্রেপ্তার ৬

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
রংপুরের পীরগঞ্জ উপজেলায় পুলিশের পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ছয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার রায়পুর ইউনিয়নের কুমারগাড়ি এলাকায় মোমিন মার্কেটে কয়েক ব্যবসায়ী দোকান খোলা রাখলে ওই ছয় যুবক তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় লোকজন ওই যুবকদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র। এ ঘটনায় রাতেই মামলা হয়েছে বলে তিনি জানান। গ্রেপ্তার ছয় যুবক হলেন, ইয়াতামুল অলিন (২৫), জামান (২৭), আহসানুল হাবিব বিপু (২৮), মওদুদ আহমেদ (২৭), উজ্জ্বল চন্দ্র সরকার (২৮) ও মেহেদী হাসান (২৮)। পীরগঞ্জ পুলিশ জানিয়েছে, যুবকরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মোমিন মার্কেটে যান। তারা বাজারের চার-পাঁচটি ওষুধ ও কীটনাশকের দোকানপাট কেন খোলা রাখা হয়েছে তা জানতে চেয়ে ব্যবসায়ীদের ওপর চড়াও হন। এক পর্যায়ে তারা চাঁদা দাবি করেন। ব্যবসায়ীদের কাছ থেকে কিছু টাকাও হাতিয়ে নেন। এরপর যুবকরা পথে মোটরসাইকেল আরোহী ও যাত্রীদের থামিয়ে তাদের ওপরও চড়াও হন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত একজন ওই ছয় যুবকের একজনকে চিনতে পারেন। এরপর ব্যবসায়ী এবং আশপাশের লোকজন জড়ো হয়ে ছয় জনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, স্থানীয় জনগণের কাছ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে দ্রম্নত পুলিশ পাঠানো হয়। উত্তেজিত লোকজনকে শান্ত করে ওই ছয় যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। ওসি আরও বলেন, এ ঘটনায় ওই বাজারের মন্ডল ফার্মেসির মালিক রুহুল আমিন বাদী হয়ে ছয়জনকে আসামি করে দ্রম্নত বিচার আইনে রাতেই মামলা করেছেন। ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।