শিশুদের বাইরে খেলার অনুমতি

প্রকাশ | ২০ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
অঙ্কনরত একটি শিশু
করোনাভাইরাস মহামারির কারণে শিশুদের শারীরিক পরিশ্রম, মানসিক স্বাস্থ্যের ওপরও পড়ছে নেতিবাচক প্রভাব। এ কারণে ২৭ এপ্রিল থেকে শিশুদের জন্য লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিল করার প্রতিশ্রম্নতি দিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার রাতে টেলিভিশনের এক ভাষণে সানচেজ বলেন, 'আগামী ২৭ এপ্রিল থেকে তারা (শিশু) যেন দিনের কিছুটা সময় ঘর ছেড়ে মুক্ত হাওয়া উপভোগ করতে পারে, সেই প্রস্তাব রাখা হবে।' তবে ঠিক কতটা সময় শিশুরা বাইরে থাকতে পারবে তা উলেস্নখ করেননি তিনি এবং বিষয়টি কীভাবে বাস্তবায়িত হবে সে সম্পর্কেও কিছু জানাননি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ১২ বছরের কম বয়সি শিশুরাই শুধু বাইরে খেলাধুলার সুযোগ পাবে। দেশটির প্রধানমন্ত্রী জানান, তিনি নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করবেন। স্পেনে এ পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০ হাজারেরও বেশি। এতে বেশ বিপাকেই পড়েছে দেশটির ৮০ লাখ শিশু।