চীন থেকে কীট, পিপিই ও চিকিৎসা সামগ্রী আনল পরিবহণ বিমান

প্রকাশ | ২০ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহণ বিমান করোনাভাইরাস শনাক্তকারী কীট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই)সহ চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে রোববার চীন থেকে ঢাকা ফিরেছে। বাংলাদেশ সরকারের নির্দেশনানুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ্তুওহ অরফ :ড় ঈরারষ চড়বিৎ্থ-এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহণ বিমানের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণের প্রয়োজনীয় কীট, ১২,২২,০০০টি সার্জিক্যাল মাস্ক, ৭,৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেক্ট্রিক থার্মোমিটার, ২,০০০টি প্রটেক্টিভ গস্নাভস, ১০,২০০টি মেডিক্যাল সেফটি গস্নাস, ২০০টি গগলস এবং ১০, ৪৫৯টি ব্যক্তিগত সুরক্ষা (পিপিই)সহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে চীন থেকে দেশে ফিরেছে। এছাড়াও, একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স বিভিন্ন সংস্থাসমূহকে প্রদানের নিমিত্তে গনচীন হতে সংগৃহীত আরো কিছু স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি (পিপিই, মাস্ক এবং স্যানিটাইজার ইত্যাদি) চীন থেকে দেশে আনা হয়। আইএসপিআর