'মাস্ক' দুর্নীতিতে জড়িতরা পশুর চেয়েও ভয়াবহ : ন্যাপ

প্রকাশ | ২০ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
নকল 'মাস্ক' সরবরাহের ঘটনায় জড়িত দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ। রোববার এক বিবৃতিতে পার্টি চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এই দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, করোনার অভিশাপে বিপণ্ন মানুষের মৃতু্য যন্ত্রণার মুখেও নকল মাস্ক সরবরাহের দুর্নীতি ও জালিয়াতির সঙ্গে যারা জড়িত, তারা অমানুষ, পশুর চাইতেও ভয়াবহ। তারা বলেন, শুধু চিকিৎসকই নন, করোনা রোগীর সেবায় নিয়োজিত নার্সদেরও যেখানে এন-৯৫ মাস্ক ব্যবহারের বিকল্প নেই, সেখানে যারা নকল এন-৯৫ মাস্ক সরবরাহ করে অনেককে করোনাভাইরাসের ঝুঁকিতে ফেলেছে, তারা সভ্য সমাজের বাসিন্দা হতে পারে না। কতটা বর্বর, অমানবিক ও লোভী হলে এই সময়ও তারা এমন দুর্নীতি করতে পারে, সেটা প্রধানমন্ত্রীসহ সবাইকে ভাবতে হবে।