আশুলিয়া ও নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

প্রকাশ | ১৩ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
পোশাকশ্রমিকরা মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবন ঘেরাও ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন -যাযাদি
ঢাকার আশুলিয়ায় বকেয়া ও শতভাগ বেতনের দাবিতে তিনটি পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার আবারও আন্দোলনে নেমেছেন। এর মধ্যে একটি কারখানার শ্রমিকদের লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামগড়া এলাকার ফ্যাশন নিটওয়্যারের শ্রমিকরা মঙ্গলবার সকালে যথাসময়ে কারখানায় গিয়ে কাজ শুরু করেন। কাজ শুরুর কিছু সময় পরে তারা এপ্রিল মাসের শতভাগ বেতন অথবা সরকারঘোষিত ৬৫ শতাংশ বেতনের সঙ্গে অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা করে দাবি করেন। কর্তৃপক্ষ তাদের দাবি পূরণে রাজি না হওয়ায় শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেন। ফ্যাশন নিটওয়্যারের কয়েকজন শ্রমিক বলেন, তাদের পাশের একটি কারখানার মালিক সরকারঘোষিত ৬৫ শতাংশ বেতনের সঙ্গে প্রত্যেক শ্রমিককে অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা করে দিয়েছেন। ওই কারখানার মালিক দিতে পারলে তাদের কারখানার মালিককেও ওই পরিমাণ অতিরিক্ত টাকা দিতে হবে। বাগবাড়ী এলাকার সাদ নিটওয়্যারের শ্রমিকরা মঙ্গলবার যথাসময়ে কাজে যোগ দেন। পরে শতভাগ বেতনের দাবিতে সকাল ১০টার দিকে তারা কাজ না করে কারখানা থেকে বের হয়ে যান। ওই কারখানার কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, কারখানা থেকে বাইরে আসার সময় কতিপয় ব্যক্তি কয়েকজন শ্রমিককে লাঞ্ছিত করেছেন। এদিকে জামগড়া এলাকার পোশাক নিটওয়্যারের তিন শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকাল নয়টার দিকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। গতকাল তাদের বেতন দেওয়ার কথা ছিল। এসব শ্রমিকের আংশিক গত মার্চ মাসের বেতন-ভাতা পাননি। এছাড়া এপ্রিল মাসে কোনো শ্রমিককে বেতন দেওয়া হয়নি। পোশাক নিটওয়্যারের শ্রমিকরা অভিযোগ করেন, বেতন-ভাতা পরিশোধ না করে তাদের কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর পর থেকে বেতন দেওয়ার আশ্বাস দিয়ে তাদের নানাভাবে ঘোরানো হচ্ছে। মালিক পক্ষের সঙ্গে কথা বলে শিল্প পুলিশ মঙ্গলবার তাদের বেতন দেওয়ার আশ্বাস দিয়েছিল। সেই অনুযায়ী মঙ্গলবার সকালে তারা কারখানার সামনে উপস্থিত হন। এ সময় মালিক বা শিল্প পুলিশের কাউকে না পেয়ে তারা বিক্ষোভ করেন। এ বিষয়ে শিল্প পুলিশের এক কর্মকর্তা বলেন, শতভাগ বেতনের দাবিতে দুটি কারখানার শ্রমিকরা গতকাল মঙ্গলবার আন্দোলন করেছেন। এ ব্যাপারে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের কাজে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। পোশাক নিটওয়্যারের শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার আশ্বাস দেওয়ার বিষয়ে ওই কর্মকর্তা বলেন, মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন পরিশোধের চেষ্টা করা হচ্ছে। আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নগরীর চাষাঢ়ায় বকেয়া বেতনের দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় তারা শহীদ মিনারে সমাবেশ ও বিকেএমইএর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। মঙ্গলবার দুপুরে ফতুলস্নার বিসিকের ফাহিম নিটওয়্যার ও সিদ্ধিরগঞ্জের গোদনাইলের আলপাইন নিট ফেব্রিকস লিমিটেডের দু শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশ নেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন পাওয়ার আশ্বাস পেয়ে চলে যান। পুলিশ ও শ্রমিকরা জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইলের আলপাইন নিট ফেব্রিকস লিমিটেডের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নগরীর বিকেএমইএ'র সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। অপরদিকে ফতুলস্নার বিসিকের ফাহিম নিটওয়্যার কারখানাটি মার্চ মাসের বেতন দিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই কারখানার শ্রমিকরা এপ্রিল মাসের বেতনের দাবিতে তারা বিক্ষোভ করেন। তারা বিকেএমইএ'র কার্যালয়ে গিয়ে বিষয়টি অবহিত করেছেন। শিল্পাঞ্চল পুলিশ-৪ নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ জানান, সিদ্ধিরগঞ্জের আলপাইন নিট ফেব্রিকস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিকেএমইএ'র সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। কিন্তু মালিকপক্ষ আজকের (মঙ্গলবার) মধ্যে কিছু শ্রমিককে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন দেওয়া হবে। বাকি শ্রমিকদের আগামী বৃহস্পতিবার বেতন দেওয়া হবে। এদিকে ফাহিম নিটওয়্যার কারখানাটি মার্চ মাসের বেতন দিয়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারখানার শ্রমিকরা এপ্রিল মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। পরে তারা বিকেএমইএ'র কার্যালয়ে গিয়ে মৌখিকভাবে বিষয়টি জানিয়ে চলে গেছেন।