করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃতু্য

প্রকাশ | ১৪ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট, চট্টগ্রাম ও মানিকগঞ্জে বুধবার আরও ৪ জনের মৃতু্য হয়েছে। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে দুইজনের মৃতু্য হয়েছে। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃতু্য হয়। এছাড়া হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে দুজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, বুধবার দুইজন করোনা আক্রান্ত পুরুষ সুস্থ হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের মৃতু্য হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই দুইজনের করোনা ছিল না। পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছিল। তবে তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চট্টগ্রাম : চট্টগ্রামের হালিশহরে স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার সকালে নগরীর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডের মুনিরনগর মুন্সিপাড়া এলাকার নিজের বাড়িতে মারা যান মো. হোসেন মুরাদ। ওই ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ চট্টগ্রাম সিটি করপোরেশনের আগামী (সিসিসি) নির্বাচনে ৩৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদের প্রার্থী ছিলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, 'গত কয়েকদিন ধরে উনার জ্বর ছিল। রোববার তিনি কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। কিন্তু সেই ফলাফল এখনো পাওয়া যায়নি।' মান্নান জানান, উপসর্গ দেখা দেওয়ার পর থেকে গত কয়েক দিন বাড়িতেই ছিলেন মুরাদ। বুধবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। ওই অবস্থায় হাসপাতালে নিতে একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার আগেই মুরাদ মারা যান বলে জানান মান্নান। ৫০ বছর বয়সি মুরাদ এক ছেলেকে রেখে গেছেন। মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর হাসপাতালের করোনাভাইরাস ওয়ার্ডে সর্দি-কাশি নিয়ে চিকিৎসাধীন এক ব্যক্তি মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বংখুরী গ্রামের ৬৫ বয়সি এই ব্যক্তি মারা যান বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উলস্নাহ জানিয়েছেন। তিনি বলেন, ওই ব্যক্তির দীর্ঘদিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট ছিল। মঙ্গলবার সকালে তাকে হাসপাতালের করোনাভাইরাস ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদেরও করোনাভাইরাস পরীক্ষা করা হবে বলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. লুৎফর রহমান জানিয়েছেন।