হিজড়া সম্প্রদায়ের মধ্যে যুবলীগের ঈদ উপহার বিতরণ

প্রকাশ | ১৪ মে ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া হিজড়া সম্প্রদায়ের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে যুবলীগের নেতাকর্মীরা। বুধবার রাজধানীর মিরপুরের পলস্নবীতে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার বিতরণ করেন। উপহারের মধ্যে রয়েছে- ঈদের খাদ্য সামগ্রী ও শাড়ি। এসময় ঢাকা উত্তর মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম বাপ্পী, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার বাবু, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, অ্যাড. গোলাম কিবরিয়া, আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী বিতরণকালে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হতদরিদ্র মানুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষও অসহায় হয়ে পড়েছে। আয় না থাকায় ঘরবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। যুবলীগ সব সময় অসহায় মানুষের পাশে আছে, থাকবে। এটা নেত্রীর (শেখ হাসিনা) নির্দেশ। এরই অংশ হিসেবে অসহায় হিজড়া সম্প্রদায়ের মধ্য প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। সবজি বিতরণ করছে স্বেচ্ছাসেবক লীগ এদিকে বুধবার বিকালে শান্তিনগর ইস্টার্ন পস্নাস মার্কের সামনে ৫০০ পরিবারের মধ্যে শাক-সবজির প্যাকেট বিতরণ করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। প্রতিটি প্যাকেটে একটি লাউ, মিস্টি কুমড়া, পুঁইশাক, ২টি করে লেবু, টমেটো, আলু, কাঁচামরিচ ও ঢেড়সসহ নিত্যপ্রয়োজনীয় সবজি ছিল। স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু উপস্থিত ছিলেন।