দেশে ফিরেছেন মালয়েশিয়ায় আটকেপড়া ১৫৯ জন

প্রকাশ | ১৪ মে ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
একজনের মৃতদেহসহ মালয়েশিয়ায় আটকাপড়া ১৬০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার দুপুর ১২টায় মালিন্দো এয়ারের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গ্রিন ডেল্টা ইন্সু্যরেন্সের সহযোগী প্রতিষ্ঠান জিডি অ্যাসিস্টের উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে মালয়েশিয়ায় আটকেপড়া বাংলাদেশিরা দেশে আসার জন্য মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে। জিডি অ্যাসিস্ট মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে এ বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজ শুরু করে। জিডি অ্যাসিস্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, 'আটকেপড়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের পর জিডি অ্যাসিস্ট কুয়ালালামপুরের দুটি বিখ্যাত হাসপাতালে সব যাত্রীর কোভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষা করানোর ব্যবস্থা করে। এরপর তাদের বিশেষ ফ্লাইটে করে দেশে নিয়ে আসা হলো।