চট্টগ্রামে গুলি চালিয়ে যুবক হত্যা

প্রকাশ | ১৪ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক চট্টগ্রামের বাঁশখালীতে দুই পক্ষের মধ্যে পুরানো বিরোধের জেরে এক যুবক খুন হয়েছেন। উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত মো. খালেদ (২৫) ওই এলাকার নেছার আহমেদের ছেলে। বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ইলশা গ্রামে সমাজে আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় অর্ধশতাব্দীব্যাপী দুই পক্ষের মধ্যে কয়েক প্রজন্ম ধরে এই ধরনের সংঘর্ষের ঘটনা চলে আসছিল। মঙ্গলবার রাতে খালেদরা তাদের নিজেদের পাড়ায় বসে গল্প করার সময় বিরোধী পক্ষের লোকজন তাদের ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে খালেদ মারা যান। ওসি জানান, সমাজপতিদের মধ্যে এখন নুরুল আবসার ও জয়নাল আবেদীন নামে দুই ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন। বংশানুক্রমিকভাবে তারা সমাজের নেতৃত্ব দিয়ে আসছেন। তাদের দুই পক্ষের বিরুদ্ধে অন্তত ১০টি করে মামলা আছে। নিহত খালেদ জয়নালের পক্ষের লোক ছিলেন বলে জানান ওসি। এর আগে মঙ্গলবার সকালে দক্ষিণ সাধনপুর গ্রামেও আধিপত্য বিস্তার নিয়ে জহিরুল ইসলাম নামে একজন খুন হন।