সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৫ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
চাঁদে প্রস্রাব দিয়ে কংক্রিটের বাড়ি! যাযাদি ডেস্ক চাঁদে ঘাঁটি গড়তে চায় মানুষ। তবে অট্টালিকা বানানো হচ্ছে না। কিন্তু বিজ্ঞানে ভর করে ঘরের মতো জায়গা তৈরি করতে চাইছেন বিজ্ঞানীরা। আর সেই বিষয়টি নিয়ে গবেষণায় যে তথ্য পাওয়া গেছে, তা অনেকটাই অদ্ভুত। চাঁদের কংক্রিটের কিছু তৈরি করতে গেলে নাকি প্রয়োজন হবে মানুষের প্রস্রাব! এমনটাই জানিয়েছে ইউরোপীয় স্পেস এজেন্সি। এজেন্সিটির গবেষণা অনুসারে, নির্মাণ উপাদানের প্রধান উপাদানটি চাঁদের পৃষ্ঠের যে কোনো জায়গায় পাওয়া যায়। এটি পাউডারের মতো, চাঁদের মাটি, যা লুনার রেগোলিথ হিসেবে পরিচিত। গবেষকরা জানিয়েছেন, তাদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ইউরিয়া, যা মানুষের প্রস্রাবের প্রধান জৈব যৌগ, এটি চাঁদে কংক্রিট তৈরির জন্য প্রয়োজনীয় মিশ্রণকে আরও মারাত্মক কঠিন করে তুলতে পারে। অন্যদিকে, কংক্রিটের ঘাঁটি গড়তে প্রয়োজনীয় পানির পরিমাণ হ্রাস পাবে। বিদু্যৎস্পর্শে মা-মেয়ের মৃতু্য চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের চিরিরবন্দরে বিদু্যৎস্পর্শ হয়ে মা-মেয়ের মৃতু্য হয়েছে। বুধবার রাতে উপজেলার পুনট্টি ইউনিয়নের পূর্বপাড়ায় হেমন্ত চন্দ্র রায়ের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, হেমন্ত চন্দ্র রায়ের মেয়ে শাপলা রানী রায় (৩৫) সন্ধ্যার পর বাড়ির ভেজা কাপড় সরাতে গিয়ে বৈদু্যতিক ক্যাবলের তারের সঙ্গে জড়িয়ে যায়। মা সাবিত্রী রানী রায় (৫৫) মেয়েকে বাঁচাতে তার হাত ধরে টান দিতে গিয়ে তিনিও বিদু্যৎস্পৃষ্ট হন। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওইরাতেই রাত আনুমানিক সাড়ে ৯টায় তাদের মৃতু্য ঘটে। পুনট্টি ইউপি চেয়ারম্যান মো. নুর-এ-কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ট্রাকচাপায় শিশু নিহত রূপসা (খুলনা) সংবাদদাতা খুলনার রূপসায় বালুবোঝাই ট্রাকচাপায় পিষ্ট হয়ে মীম (৮) নামে একটি শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে রূপসা উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কের বাগমারাস্থ লকপুর ফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মীম উপজেলার নিকলাপুর গ্রামের পরিবহণ সুপারভাইজার (কন্ট্রাক্টর) মো. ইব্রাহিম হোসেন ঝুনার মেয়ে ও ইলাইপুরস্থ অনুশীলন মজার স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলাম জানান, মীম রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। ছুরিকাঘাতে যুবক খুন স্টাফ রিপোর্টার, বগুড়া বগুড়ায় শহরের মালগ্রাম এলাকায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুরুজ আলী (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত সুরুজ বগুড়া সদরের মালগ্রাম মধ্যপাড়ার ডাবলু মিয়ার ছেলে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৩টায় বগুড়া শজিমেক হাসপাতালে সে মারা যায়। পুলিশ সূত্র জানায়, ওই এলাকার মানিক-রানা এবং উজ্জ্বল, ফিরোজ রঞ্জন সৎভাই। তাদের মধ্যে বিরোধ ছিল। এর সঙ্গে যোগ হয় মাদক ও এলাকার আধিপত্য বিস্তার। এসবের জের ধরে এক গ্রম্নপ অন্য গ্রম্নপের সুরুজ আলীকে বুধবার বিকালে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে সুরুজ মারা যায়।