করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করবে ঢাবি

প্রকাশ | ১৫ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের (কোভিড-১৯) জিনোম সিকোয়েন্সিং ও মানবদেহে এর ভিন্নমাত্রার প্রভাব নিয়ে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স (কোর্স) ভবনের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য রাখেন করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান। প্রাথমিক পর্যায়ে ১০০টি জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ করা হবে বলে জানান তিনি। পরবর্তীকালে ফান্ড পেলে এটি অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হক। এ সময় সংশ্লিষ্ট গবেষকরা উপস্থিত ছিলেন।