অবকাশে ১১টি বেঞ্চে বিচারকাজ চলবে হাইকোর্টে
প্রকাশ | ১৯ মার্চ ২০২৪, ০০:০০
অবকাশে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। বেঞ্চ গঠন সংক্রান্ত প্রধান বিচারপতির সইকৃত আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১১টি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে ৭টি দ্বৈত এবং ৪টি একক বেঞ্চ রয়েছে। আগামী ২৪ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এসব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
প্রসঙ্গত, আসন্ন পবিত্র ঈদুল ফিতর, সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ আদালতের অবকাশে আগামী ২২ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।