বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির নতুন চেয়ারম্যান বিচারপতি আশফাকুল ইসলাম
প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০
সারাদেশে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনয়ন পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামকে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আপিল বিভাগের বিচারপতি মো. বোরহান উদ্দিন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন।