ব্যর্থতা বৃন্তান্ত
প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
জাকির আজাদ
স্মৃতিগুলো যথেচ্ছার জাগ্রত,
অতিমাত্রায় বৃদ্ধিতে বুকে দগদগে ক্ষত
দিন যায় রাত যায় যত
ক্ষতের ব্যথার পরিধি বেড়ে যায় তত।
অস্বাভাবিকতার নিকট হয়ে পড়ি নত,
স্বপ্নগুলো গোঙড়ায় হয়ে হত
আশাগুলো হয়ে যায় গত
ইচ্ছেরা বিভ্রান্ত হয়ে হোঁচট খাচ্ছে অনবরত।
কত শুভ উদ্যোগগুলো ব্যর্থতায় মর্মাহত,
ধ্বংসের প্রবাহ আগত
জীবন যেন তুষের আগুনের মতো
জ্বলবে জ্বালাবে আরও কত।
বহুল ঘটিত ঘটনা অসমর্থন জানায় শত শত,
জীবনের সব প্রয়াস আজ পরাহত
যেন মৃতু্যযোগ বিরত রেখে আপাতত
কোন জীবন অনাগত।