আলো জ্বেলে দাও

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

দিলীপ কির্ত্তুনিয়া
আলো জ্বেলে দাও ভালো আলো দাও সবুজ প্রদীপ দাও জ্বেলে। মুখর বাতিটা নিভিয়ে ফেল না কখনো কেউ কাছে গিয়ে। বাতির আলোয় সকলের মুখ ঝক ঝক করে উঠুক কাঁচের মতো। তুমিও দেখ মুখ তোমার আমিও দেখি আমার অথবা পরস্পর। ভালোবাসার আলো যদি জ্বলে কেউ নিভিয়ে ফেল না। শস্য সবুজের আলো মাঠ ভরে রেখে দিও। অনির্বাপিত হোক চোখ জুড়ে স্বপ্নের আলো।