আগুন ডানার পাখি

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

অনিন্দ্য নূর
এক দুর্বোধ্য আগুন ডানার পাখি- পাঁজরে রাত দিন ডানা ঝাঁপটায় একবার আকাশ দেখবে বলে কথা দিয়েছে। \হফিরে আসবে অতল গহ্বরের প্রেম নিয়ে। \হবক্ষে বুভুক্ষু সিন্ধুর তৃষ্ণা আর এক মহাকাল সাধনার ধ্যানের অন্ধ ঋষি- \হস্বপ্ন পুড়া চোখে চাতক দেখে- তাবৎ আসমানের হুর গেলমানের চুম্বন। শৃঙ্খলাবদ্ধ উন্নাসিক উন্মাদ পাখি সুতীক্ষ্ণ চঞ্চু দিয়ে ক্ষত-বিক্ষত করে বুকের জমিন ছোপ ছোপ রক্তের দাগে ভরে যায় পৃথিবী। পাখি আজন্ম প্রস্তুতি নিচ্ছে উড়ে যাওয়ার- হয়তো উড়বে কোনো এক নক্ষত্রের রাতে সেদিন জানালায় বসে দেখব পাথর চোখে।