ছায়ামাংস
প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
দালান জাহান
শীতের লেজ ভেঙে ওড়ে যাচ্ছে
তিনটি জলভ্রমরা
বসন্ত খেকো কাগজের দেশে।
পাথরে নির্জীব আনন্দ পাহাড়
বুকের ভেতর তোলে রেখেছে জীবাণুঅশ্রম্ন
শুক্রবার শুধু শুক্রবারের আশায়
সেদ্ধ হচ্ছে না শীতলতার ছায়ামাংস।
বৃষ্টিবদ্ধ এই সব পবিত্র সকাল
স্নান করছে সিংহের বরফ কেশর
রক্তের ছাই গড়িয়ে গড়িয়ে
পরিণত হচ্ছে মায়ের মতো শীতল উপাসনালয়ে।