ইকো ক্যাম্প

প্রকাশ | ১৫ মার্চ ২০২৪, ০০:০০

গাউসুর রহমান
সবুজ ভালোবাসলে ইকো ক্যাম্পে যান নদীতে যান নাইতে পারবেন চাইলে মাছ ধরতে পারবেন সবুজের নিয়ম কানুন জানতে পারবেন। জলক্রীড়ায় মেতে থাকতে পারবেন সবুজ প্রান্তরে চমৎকার পিকনিক স্পট পাবেন গাছগাছালির মাথায় অসংখ্য পাখির দেখা পাবেন। বাঁশের তৈরি ওয়াচ টাওয়ারে রাত কাটাতে পারবেন সবুজে ঘেরা তাঁবুতে বেড সাইড টেবিলে রাখা মেনু্য কার্ড দেখে নিন তারপর তন্দুরি, চিকেন, মাটন কিংবা মর্জি মাফিক অন্য কিছু। অরণ্যের ইকো পার্কের দরজা খুলে ভেতরে ঢুকুন কাঠের ব্রিজ পেরিয়ে রেঞ্জার অফিসে যান সইসাবুদের মাধ্যমে আপনার সব কিছু আইনানুগ হোক নিশ্চুপ নির্জনে আপনার ইকো ক্যাম্প সফর সফল হোক।