ছুঁয়ে থাক
প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০
ফাতিমা আলী
দ্যাখো,
খেলছে রজতশুভ্র জ্যোৎস্না
ধরে আছি মুঠো মুঠো অভ্র পরাগ
নৃত্যরত চন্দনগন্ধ বুকজুড়ে
প্রসন্ন দৃষ্টি ছুঁয়ে আছে সস্পৃহ প্রতীক্ষা
দৃষ্টি যেদিকে যায় শুধু তোমাকে দেখি
তুমি,
তুমিই সর্বত্র
ওই যে জলাশয়, আকাশ ওইদিক-দিগন্তে শুধু তুমি!
রঞ্জন,
চেয়ে দ্যাখো
পাখি পাখি উড়ছে কী মসৃণ ভালোবাসা
মেঘ ছুঁয়ে উড়ে উড়ে অদৃশ্যে হারাবে!
একমাত্র আমিই খুঁজে পাব তোমার অস্তিত্ব!
তুমি যখন নিঃশব্দে কাছে এসে দাঁড়াও
মুহূর্তে সম্পূরিত হয় প্রকৃতি
সব নিবিষ্টতা ভেঙে কখনো চলে যাও দ্রম্নত
মুহূর্তে মুখর হয় চেতনা
কেন জানি না এখন আর কোনো সান্ত্বনা বা প্রশ্রয় দাওনি আজও!
রঞ্জন,
কাছে ডেকে নাও নিঃসংকোচে
নির্ভয় কর একান্ত সান্নিধ্যে
ফের হাত বাড়াও
ছুঁয়ে থাক নিশ্বাসে-নিশ্বাসে!