সম্পর্ক
প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০
স্বপ্নীল ফিরোজ
কপালের ঘাম মুছে ফেলার মতো বস্নাকবোর্ড থেকে ঈদের চাঁদ
মুছে ফেলেছি আজ। মুছে ফেলেছি অনেকগুলো অংক, ত্রিভুজ,
অভিমান এবং ছক। মানুষে মানুষে সম্পর্কগুলো মূলত ঘঁষা কাচের
আয়নাযুক্ত দেয়াল। ধুলো, ময়লা এবং কালি পরিষ্কার করে করে
এখন আমি কয়লাখনির ভূত, তোমাদের মাঝখানে কী করে দাঁড়িয়ে
থাকি আর? কথিত বস্নাকহোলগুলো যে স্বপ্নের মৃতদেহ চাঁদের কবলে
সূর্য ঢাকা না পড়লে কখনোই তা জানা হতো না।