আকস্মিক
প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০
রুদ্র সাহাদাৎ
বাঁকখালীর জলে কাঁদে মৎস্যকুমার
বিষাক্ত বায়ু বিষাক্ত আয়ু
উড়ে যায় শাদা গাঙচিল গরম হাওয়া
বৃক্ষ খায় কোটিপতি ঘের এর আশা
মশা মাছি ভাত খায় মানুষের পাতে
চোর বাটপার দালাল ওঠে যায় আকস্মিক জাতে
প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০