সমর্পণ

প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০

তুহীন বিশ্বাস
শূন্যতারা পূর্ণ হয়েছে চেতনারা ভ্রান্ত; কষ্টগুলো উবে গেছে ভাবনারা ক্লান্ত। সুখের স্পর্শ যেন এক মায়াবী চাদর, রহস্যময়ী ললনার ছলনাময়ী আদর। অন্ধত্ব্যের অন্ধকারে অভিশপ্ত অন্তর শান্তির নিশানে শুধু কলঙ্কিত অন্দর। প্রাপ্তির প্রত্যাশায় নিজেকে সমর্পণ! অস্তিত্বের বিনিময়ে সতীত্ব বিসর্জন।