খেটে খাওয়া মানুষ
প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০
শুভ জিত দত্ত
স্বস্তির বৃষ্টি এলো অবশেষে, তীব্র দাবদাহের
বিদায়ের পালা এসেছে ঘনিয়ে।
কাঠফাটা রোদ্দুরে নাভিশ্বাস উঠছে চরমে, এই
বুঝি চলে যায় খাঁচা থেকে প্রাণ।
হাঁসফাঁস করে ওই খেটেখাওয়া মানুষ, প্রচন্ড
গরমে দিনভর নাভিশ্বাস উঠে যায়।
বৈশাখের কালো মেঘ গিয়েছে হারিয়ে, ঝড় নেই
বৃষ্টি নেই আছে শুধু দাবদাহের মধ্যে।
অসহায় মানুষের দিন কাটে কষ্টে, দুবেলা আহার
জোটে রোদে পুড়ে ঘামে ভিজে।
দেখে না তো কেউ এসে, কোন এক মুহূর্তে কেমন
আছে তারা তীব্র খরার মৌসুমে।
বৃষ্টি আসে প্রচন্ড দাবদাহের সমাপ্তিতে, ভিজে যায়
খেটেখাওয়া কর্ম ব্যস্ত মানুষ।
তবু সংসার চালাতেই হবে, বের হতেই হবে যতই
আসুক বৃষ্টি কিংবা প্রচন্ড দাবদাহ।