কবিতার শর্তে কিছু গণতান্ত্রিক পন্থা আছে
প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০
দ্বীপ সরকার
নির্বোধের মতো কিছু অক্ষর সাজাই-কিন্তু কবিতা হয় না
কবিতার শর্তে কিছু গণতান্ত্রিক পন্থা আছে
লিপিস্টিক সেঁটে দেওয়ার মতোই সুন্দর
তাই বলে কি বানরের সৌন্দর্যও খুব গণতান্ত্রিক?
তারও হয়তো কোনো স্বতন্ত্র সৌন্দর্য আছে
যা কখনো সাবলীল গণতন্ত্রের মতো নয়
হিড়িক পড়ার মতো সমর্থন আসে বন বাদাড় থেকে
কিছু নতজানু হরিণশাবকও এসেছিল সেদিন
লাল টুকটুকে- বাঁকা বাঁকা শিং
তথাকথিত সমর্থনে কেউ কেউ টিপ্পনি কেটেছিল
কেউ কেউ হাতড়ে নিয়েছিল সব সুবিধার নিশ্চয়তা