নিঃস্বরণ
প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০
রহমান মুজিব
বসে আছি একা
পাশে নামহীন নদীর উজান ঢেউ
ঢেউয়ের মুখে চাপা পড়া সোনার শৈশব ধরে
চোখের ভেতর নিখোঁজ হওয়া লাল রিবনের
দুরন্ত ট্রেন
এখন বাসন্তি লেহেঙ্গার বিকেলে ঝকমকে
রিস্টওয়াচ নদী দেখি, সেখানে ইচ্ছের নেটওয়ার্কে
সাদা মেঘের ঘুম আর তুলতুলে রোদের কার্ডিগানে
দূর নক্ষত্রে ছাই হওয়া তারার নিখোঁজ সাকিন
তবু বসে আছি প্রতিক্ষার খাঁ খাঁ রোদের গলিপথ ধরে
লাইটপোস্টের নির্ঘুম এন্টিনায়, সামনে ঘাসের ঘাঘড়া
পরা মেঠোপথ, যার কোনো শেষ নেই, নেই কোনো শব্দার্থ