কবিতার মধ্যে ট্রান্সট্রোমার
প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০
স.ম. শামসুল আলম
একজন প্রতাপশালী ট্রান্সট্রোমার আমার কালজয়ী কবিতা
মাঝখানে মুখ বুজে বসে পড়ল
আয়ুর্বেদীয় চা নাস্তার ফাঁকে কবিতার শব্দগুলো দুমড়ে-মুচড়ে দেওয়া হচ্ছে
উত্তর গোলার্ধ থেকে আসা কিছু বরফের চাঁই শীতল করতে পারছিল না
এই দুঃখবোধ থেকে হাজারো কবিতার অপমৃতু্য
কবিতারা আত্মহত্যা করে কি কখনো
উঠে চলে যাবার সময়ও ট্রান্সট্রোমার এই প্রশ্নের উত্তর দেননি
এরপরও আমার কবিতা কী করে কালজয়ী হলো বুঝতে পারিনি
দায়ী লোকটির মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে ইচ্ছে করছে