গুণগ্রাহীরা
প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০
গোলাম কিবরিয়া পিনু
আমার গুণগ্রাহীরা
অন্যের নুন খেয়ে
\হঅন্য নৌকার গুণ টানছে!
এমন নসীব আমারও-
জামারও রং বদলে নিয়ে কেউ কেউ,
অন্য খামারির খামারে গিয়ে উপস্থিত হচ্ছে!
তাদের ফল-ফলাদি নাকি পেকে আছে,
\হমুখে তোলা যাবে!
হিসাবে কি করছি ভুল?
নাকি চলতি হাওয়ায় হচ্ছি কুপোকাত!
খুশকি মাথায় নিয়ে
\হউকুন মাথায় নিয়ে
খুশবু মেখে- তা ছড়িয়ে দিয়ে,
কে না আজ মাথা বিক্রি করছে না!