ডাকেনি কেউ
প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০
বাবুল আনোয়ার
কতকাল ধরে পড়ে আছি বিজনে
ডাকেনি কেউ নদীর কলেস্নালে
কত বেদনায় অজানা পাতা ঝরে
বুকের ভূমিতে নির্জন কোলাহলে
কতশত পথ পেরিয়ে এলাম একা
কতশত ফাগুনের গানে ভেসে
ঠিকানা আমার রয়ে গেল অজানা
কর্মহীন অবাক নিরুদ্দেশে।