তিনটি কবিতা
প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০
আবু হেনা মোস্তফা কামাল
ফান্দে গৃহবন্দি কান্দে
\হ
শরীরটা আজ দুদিন ধরে যাচ্ছে না তো ভালো,
ভীষণ জ্বরে গৃহবন্দি, মিসিং রোদ আর আলো।
গায়ের তাপে ডিম ফুটে যায়, বাচ্চা করে চৈ চি;
উঠান রোদে গল্পগুজব, কেউ খেলছে বৌ-ছি।
রোদের গরম, গায়ের জ্বরে, ম্স্নান হয়ে যায় সব খুশি;
পেটের ধরম, করছে নরম, ইসুবগুলের জল ভুসি।
গৃহবন্দি শরীর আমার, ভীষণ জ্বরে কান্দে রে;
যাচ্ছি না আজ অন্য গাঁয়ে, পড়ছি আমি ফান্দে রে।।
হাত
এক হাতে যা যায় না করা, একা হাতে সফল জয়,
হাত পাতিলে ভিক্ষা মিলে, পাতিলে ধান সিদ্ধ হয়।
রিক্ত হাতের তিক্ততা খুব, তিক্ত মনে দুখ আসে,
হাত ফসকে ভাঙলে গেলাস, গেলাসে কি জল ভাসে?
অকাল বোধন
ধর্মের কল বাতাসে নড়ে, কার মনে দেয় দোলা?
অকাল বোধনে সে মন চটিল, যে মন আত্মভোলা।
কার নিশি কাটে নির্ঘুম চোখ? নয়ন জলেতে ভাসে?
দুনিয়ার ঋণ মেটায় দুনিয়া, শেষে সমতা আসে।
সেজন করিবে ছলনার ঢং, স্বার্থের রং মেখে,
দেহের আড়ালে অসুখের বাস, শান্তিও না দেখে।
এই যে দুনিয়া, দুদিনের সং, তার লাগি কত মায়া!
আজ মরিলে কালকেই আর খুঁজিবে না কেউ ছায়া।।