মহেশখালী
প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০
মিজান মনির
সবুজ পাতার প্রেম সংসার মূলধন
শাদাসোনা, বাগদা, ঐতিহ্য বিলীন
কাদামাটি শান্তি ঘর ছাউনির শন
জন্মদাগ সাফ কবলায় অর্থ সীমাহীন!
পুকুরভরা মাছ, জমিভরা নানান চাষ
জমিদারি স্বভাব, পাল্টে দিল অভাব!
শিয়ালের হাঁক, জোনাকজ্বলা চারপাশ
দেখা নেই দু্যতি, সুরালো পুতি পাই না জবাব!
বাপ-দাদার ভিটে-ঘর দুলাঘাসে হাহাকার!
'মৈনাক ছুঁই নীলমুদ্রায়' বিপরীত আকার
প্রজন্মের প্রশ্ন এ দ্বীপ কার উত্তরাধিকার?
স্বপ্ন যাযাবর, চায়ের কাপে মলিন মুখ কার!