অপরূপ বিড়ালিনী
প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০
ওলি মুন্সী
তোমাকে দেখি প্রতিনিয়ত বিড়ালের সঙ্গে,
লিফটের ভেতর
তোমার বিড়ালের পিঙল চোখ আর
হলুদ নাক দেখে মনে হয় মিসরের রাজকীয় রূপ।
এই বিড়ালের নাম জানি না তবে তোমাকে
স্ক্যান্ডিনেভিয়ান দেবি ফ্লেজারের মতো লাগে।
আহ্ কি অপূর্ব সুন্দর
আমার আকস্মিক বিড়াল ভাবনা কি
নয় হাজার বছরের ইতিহাস নাকি তুমি
এসব আজ থাক তবে তোমার মিসরের বিড়াল
মর্যাদায় আমি থাকতে চাই পূজারি বাহুবন্ধনে।