মৃতু্য ভাবনা
প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০
রুদ্র ইকবাল
মৃতু্য-দূত আসলে
তাকে অপেক্ষা করতে দিও না।
বরং উচ্ছ্বসিত হও,
সম্ভাষণ জানাও।
দেহের কারগার থেকে
আত্মাকে মুক্ত করতে,
ইহকাল থেকে মহাকালে নিয়ে যেতে
যে মুক্তির দূত এসেছে,
তাকে সম্ভাষণ না জানিয়ে রেখো না।
আত্মা খাঁচা মুক্ত হলে-
এই দুর্মূল্যের বাজারে
নিজেকে আর বেচতে হবে না।
বারবার মুখোশ পরে অভিনয়
করতে হবে না এই রঙ্গমঞ্চে।
নিত্য তোমাদের অভিশপ্ত
নিঃশ্বাস গ্রহণ করতে হবে না।
দেহের খাঁচা থেকে মুক্ত হতে পারলেই,
এই আত্মা সফেদ পাখির মতো
কিংবা মেঘের মতো বিশুদ্ধ হয়ে
ঘুরে বেড়াবে মুক্ত আকাশে।
এর চেয়ে উত্তম আর কি হতে পারে!