অনুভূতির মৃতু্য
প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০
ফারজানা ইয়াসমিন
নিশুতি রাতে নির্লিপ্ত চাঁদের চেয়ে থাকা,
জ্যোৎস্নার বুকে ঢেউ তোলে আঁকাবাঁকা।
কুয়াশা ঢাকা শহরে চাদর মুড়িয়ে জেগে থাকে
নিশাচর পেঁচার ঘুমহীন দু'টি চোখ।
পদ্মের শরীরে অধিপত্যের হুল ফুটিয়ে বসে প্রাণ ভোমর,
নিকোশ কালো চোখে তাকিয়ে আকাশ ঝরায় শুধু অশ্রম্ন।
নাড়ি ছেঁড়া মায়ায় জড়িয়ে থাকা সবুজ পাতায়
আজ বিবর্ণতা এঁকে দিয়েছে মাতৃ গর্ভে ঠাঁই দেওয়া বৃক্ষ নিজে।
অনুভূতির মৃতু্য হচ্ছে রাজপথে চলন্ত যান্ত্রিকতাবাদ চর্চায়,
ক্ষত চিহ্ন লেগে আছে অর্ধমৃত রংচটা দেয়ালের গায়।