বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

জলের বাসর

বশির আহমেদ
  ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
জলের বাসর

বনগাঁদা ছুঁয়ে গেছে শারদ রোদ,

গুল্মলতার ভিড়ে সংসার গড়ে মধুমক্ষিকা।

1

জলের মাঝে বেড়ে উঠে বড়নখা জীবন।

সারসের ইতিবৃত্ত প্রেরণা জোগায় যাযাবর পথে।

\হশৈশবের ছবি আঁকে মটকিলা ফুল,

জলের শব্দে অনুভূত হয় ফেলে আসা স্মৃতি।

আশ্বিনের ক্ষেতে হাবুডাবু খায় শালুকের প্রেম।

হিজলের পরশে অনন্য জলের বাসর!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে