কে তুমি?
প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
জহীর হায়দার
সুদূরের অনন্য সৌরভে জড়ানো
এ আমার স্বপ্নমুখর
জীবনের শান্তির অবিনাশি মর্মমূল
ছুঁয়ে ছুঁয়ে
কে তুমি ঘুরে ঘুরে
নিরিবিলি নিশ্চুপ
ফিরে ফিরে যাও--
বল,
কে তুমি?
কে তুমি?
বল
কে তুমি--?