পৃথিবীর গল্প

প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ০০:০০

গাউসুর রহমান
পৃথিবীর পথে কেটেছি আমি অসংখ্য আঁচড়, শুনেছি আমি পৃথিবীর শ্বাস-প্রশ্বাস দেখেছি মানবিক প্রেমের হাল-হকিকত। শিশিরের সরলতায় নিজেকে গড়েছি পৃথিবীর ধুলোয় কাঁটায় হয়েছি ক্ষত-বিক্ষত, ঘাসের আঘাতে হয়েছি আহ্লাদিত। পৃথিবীর কোথাও শান্তি লাগে না তবু, পৃথিবীর অন্ধকারে খেলা করে মানুষের ধূসর চিবুক, মানুষ থাকে পৃথিবীর স্বপ্নের গোধূলিতে। পৃথিবীর মানুষের নিজ নিজ বেদনা গুমরে মরে, মানুষ জানে না অন্য মানুষের বেদনা। মানুষ তবু সান্ত্বনার ঘরে নিজেকে শীতল বোধ করে, পৃথিবীর মানুষ ভোরের আরশিতে দেখতে চায় নিজের মুখ।