আমাদের প্রেম

প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ০০:০০

আবুল কালাম তালুকদার
বিকেলের এক চিলতে রোদে তোমার হাসি মায়াবি সন্ধায় মধুর অনুভব হেমন্তের ঘ্রাণে তোমাতে মুখ লুকাই তোমাকে পেয়ে আলোর সন্ধানে মিঠে গেছে হাটার পথ মধুর আলিঙ্গনে সারাটা সময় জুড়ে সুখের নাচন আনন্দ মনে চাঁদের সার্কাসে ঝুলে থাকা রাতে তোমাকে পেয়ে হেমন্তের উলস্নাসে সাজিয়েছি সকাল শিশিরের শব্দে শুনি তোমার মায়াবি কণ্ঠ দিনের প্রচ্ছদে তোমার ভালোবাসার বিপরীতে বসন্ত তুলিতে আঁকি আমাদের প্রেমের অমর ছবি।