দু'টি কবিতা

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০

মেহেদী ইকবাল
ফুটবল পক্ষ-বিপক্ষ নিয়ে কথা হচ্ছে যাদের কোনো পক্ষ নেই স্রোতের বিপরীতে ভাঁগাড়কে যারা সব সময় বলে ভাঁগাড় চিরকাল তারাই তো খায় লাথি উভয় দলের! ভেড়া ভেড়া হওয়ার আগে মানুষ নিজেকে জ্ঞানী ভাবে প্রতারণা হলে প্রকট অভাবিত বিস্ময় গল্প আর গুজবে ভরা রূপকথা বিষে জর্জর রূপান্তর রূপান্তরিত পৃথিবীতে ঘাস কত না মূল্যবান! যুগল মায়াবী চোখে তখন শুধু অশ্রম্নপাত। পৃথিবীর ইতিহাসে আছে অনেক অশ্রম্নপাত অর্থহীন অবোধ্য দেখলে কিছু অবোধ শিশুর মতো যারা লাফায় দিনশেষে তারাই তো ভেড়া অন্ধকারে তারা কী আর পারে এড়াতে ভয়ংকর থাবা নেকড়ের!