ভালোবাসায় ভালো থাকি

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০

পবিত্র মহন্ত জীবন
তোমার আপস্নুত মন দেখে আমায় ভাবতে শেখায়, তোমাতে মনের প্রজেক্ট হৃদে আঁকড়ে ধরে যেখানে আমার প্রতিশ্রম্নতি; নিখুঁত ভালোবাসা। নিখুঁত পত্রবিন্যাস, তোমাতে দিনু মিতালি- স্পর্শে এবং চোখে দেখা শোভিত রজনীগন্ধা প্রিয় ফুল, নেই অভিযোগ; মনের অ্যালবামে তুমি হৃদয় নানন্দিক অন্যরকম পার্ক, ভালোবাসায় ভালো থাকি দু'জন, দ্যাখা হয় গোধূলি সন্ধ্যায়।