কালো গোলাপ

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০

আনজানা ডালিয়া
আমার প্রতিটি পদক্ষেপ, পছন্দ, অপছন্দ, নাড়ীনক্ষত্র পথ চলতে চলতে সবকিছু তোমাকে বলে রাখছি বলতে পার জীবনের ডায়রিটা তোমার কাছে জমা করছি যেদিন আমি অনন্তের পথে চলে যাব সেদিন থেকে তুমি আমার জীবনী লিখবে। তুমি জান অস্তরাগের মুহূর্তটা আমার পছন্দ ঠিক ওই মুহূর্তে বসে লিখবে আমার নিঃসঙ্গতার কথা, আমার পূর্ণতার কথা যেন বাদ না যায়। আমি দেহ তত্ত্বে আসতে না পারলেও আমি তোমার হৃদয়ে থাকব, তোমার চারপাশে ঘুরব, তুমি ঠিকই বস্ন্যাক রোজের গন্ধ পাবে।