সাধক কবি রাধারমণ

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০

আনোয়ার কামাল
বাংলা গানের সাধক কবি রাধারমণ দত্ত তার গানের সুরে আমরা যত বাঙালিরা মত্ত গান লিখেছেন, সাধন করে বৈষ্ণব বাউল ধামালি প্রাণের মাঝে বেঁচে আছেন- হাজার গানের ডালি ফুল ফুটেছে, হাজার রকম গানের মোহন বাঁশি বাংলা গানের সম্রাট তিনি- প্রেমের সুরে ভাসি অকালে হারালেন তিনি পুত্র তিনজনে বেদনা পুষে ব্রত হলেন গানের ভুবনে বেছে নিলেন বৈরাগ্য জীবন সুর তুললেন গানে প্রেমের মোহন বাঁশি বাজে রাধারমণের প্রাণে 'ভ্রমর কইয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইয়ো গিয়া' সেই ভ্রমরের গুঞ্জনেতে প্রাণে তোলে সুর অমর কবি রাধারমণ গানের রাজ্যে নূর।