হতে যে চাই শুদ্ধ

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০

সেবু মোস্তাফিজ
মুষলধারে বৃষ্টি ঝরুক জলে ভরুক চারপাশ ধুয়ে যাবে রক্তেরই দাগ ভেসে যাবে সব লাশ। বৃষ্টি ঝড়ুক সাঈদ নামে মুগ্ধ নামের সেই ঝড় না হয় হলো লন্ডভন্ড স্বস্তি নামুক তারপর। বৃষ্টি এসো, এসো বৃষ্টি লাশের মিছিল থামুক ফুলের সুবাস ছড়িয়ে যাক বাংলায় শান্তি নামুক। আকাশজুড়ে মেঘের মিছিল ঘাতক বুলেট ভয় পাক রক্ত ঝরা আর এক ফাগুন আগুন বুকে দেয় ডাক। শান্তি আসুক, আসুক শান্তি চলুক ন্যায়ের যুদ্ধ সন্তান হত্যার বিচার করে হতে যে চাই শুদ্ধ।