দুটি কবিতা

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০

সালাম সালেহ উদদীন
মেঠো ঘাসের কোলাহল হাতে নেই স্মৃতিময় আনন্দিত বাঁশি পুলক ফোটা মনে নেই তীব্র বাসনা আবেগধাঁধায় পথ চলি উদ্দেশ্যহীন টোলপড়া রঙিন ঢেউয়ে নদী হাসে পুলকনদীর মতো তোমার হৃদয় সুমধুর তাড়নাবিমুখ ঘুম নিয়ে আসে স্বপ্নবিভোর রাত সোনামুখ জ্বলে ওঠে অদৃশ্য ছায়ামন্ত্রে করুণার ভাঁজে খেলা করে জীবনের পরিহাস মেঠো ঘাসের কোলাহল শুনতে পায় না নগর মানুষে নয় পৃথিবী এখনো মুখর ঘন শ্যামলিমায় অক্টোপাস মন মুখর জনপদে আশা নেই আনন্দ নেই মহাকাল ডুবে যাচ্ছে অজানা ভয়ে কল্পলোকে ভাসে মুখরিত পুরাণ পলাতক জোছনার কাছে সৌরভ খুঁজি প্রকৃতির বুকে বেড়ে ওঠে কেন তুমি সহিংস তান্ডব চালাও চিত্রল জলে ভাসে শুষ্ক নদী শূন্য রেখায় আঁকি অদৃশ্য মানচিত্র আত্মমগ্নতায় পাক খায় হুড়মুড় পতনধ্বনি অক্টোপাস মন বোঝে না মানবতা রমণের স্বাদ নিতে গিয়ে মানুষ সম্ভ্রম হারায় ভোরের পাখির মতো নিত্য কলোরব করতে শিখলে মানুষ উন্নত মানবিক হতো