জীবন্মৃত

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০

ইমন হোসেন মিলন
এমন জীবন চাইনি আমি অপূর্ণতার আদ্র শ্রাবণ; বুকের ভেতর পস্নাবন নিয়ে দুচোখ জুড়ে রুক্ষ শিলা! চাইনি এমন অন্ধকারের নির্জনতায় নীল দাবানল, শহর জোড়া লোকের ভিড়ে একাকীত্বের অকূল নদী। চাইনি কভু দহন ব্যথার ভস্ম এমন দিন-রজনী, বুকের প্রিয় ফুল বাগানে স্বপ্নগুলোর এই সমাধি! চাইনি আমি অবহেলার তেজস্ক্রিয় তুমুল বিষাদ, ভীষণ প্রিয় রংধনুটায় তীব্র ধূসর বিবর্ণতা; চাইনি এমন নির্বাসনের নিষ্ক্রিয়তায় দগ্ধ ভুবন, হাহাকারের মোহন বাঁশির সর্বগ্রাসী করুণ নিনাদ; চাইনি আমি এমন জীবন আদি-অন্ত দুঃখ বিলাস, এই শহরে ঘুরে বেড়ায় কষ্টে রঙিন জীবন্ত লাশ!