রূপম তোমার পৃথিবী
প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
ফারজানা ইসলাম অর্পি
তোমার আগমনে পৃথিবী কাঁপে ঝড় ওঠে,
তুমি বজ্রধ্বনি তুলে পৃথিবীতে এসেছ।
তোমার কল্যাণ মঙ্গলে আলোকিত পথচলা
তুমি মায়ের প্রথম সন্তান।
নানা-নানুর প্রথম আদরের মানিক,
দাদা-দাদির কনিষ্ঠ ধন।
তুমি যখন পৃথিবীতে এলে
জীবনঝুঁকিতে ছিলে তুমি ও তোমার মা।
উনত্রিশ অক্টোবর পৃথিবীতে এসেছিলে তুমি,
রূপম তোমার যোদ্ধা চোখ আলোকিত মুখ যেন
সবার চেয়ে বেশি বোঝে পৃথিবীর চেয়েও বেশি।
তোমাকে পেয়ে আমরা ধন্য পৃথিবী ধন্য।