হেমন্তে
প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
বিজন বেপারী
যতই বরফ ঠান্ডা হোক
তবু তোমার কাছে এলে বরফই ভালো লাগে,
কুয়াশা ভোরে রাস্তা থেকে গেলে
তোমাকে ভালো লাগে।
আমি তেমন কুয়াশা চাই
আমি তেমন তুষার বরফ চাই,
হোক না হেমন্তে...
প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০