ভুখার শিক্ষা

প্রকাশ | ২২ নভেম্বর ২০২৪, ০০:০০

হাফিজুর রহমান
ঋণগ্রস্ত শিক্ষকের পুষ্টিহীন শিক্ষায় বিকলাঙ্গ-জ্ঞানের হবে শিক্ষার্থী! ভবিষ্যতের সুশীল সমাজের হবে শিকর পচা কোন ঝাঁকড়া বৃক্ষ; সবুজ ছায়ায় ছেয়ে দেওয়া অরণ্যের বেরিয়ে আসবে, অবুঝ কর্ণধার। দুশ্চিন্তা দেবে স্বাচ্ছন্দ্যের দুর্ভিক্ষ, বাড়বে জনসংখ্যা, কমবে মানুষ! কমবে শিক্ষার্থী, বাড়বে শিক্ষক! বাড়বে ধৃষ্টতা, থাকবে না শিষ্টাচার! দুঃসাধ্যের হয়ে পড়বে, খুঁজে বের করা প্রকৃত মানুষ তৈরির, বিদগ্ধ কারিগর।