হারানো দিনের গানের ভাষা

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

বজলুর রশীদ
তোমার পথের সূত্র ধরে উত্তীর্ণ বয়স- কবিতা লিখতে বসেছি জীবনে বিরহের গান। আশা জাগানিয়া- আলোর পথ দেখাবে মুখোমুখি হবার আগেই, বিশ্বাসে খুঁজে পেলাম বাঁকটা পকেটে পুরতেই রাস্তা সোজা হয়ে গেল ; অথচ হারানো দিনের গানের ভাষায় পৌষের বিকেলে আমি হারিয়ে ফেলেছি 'হামার' তিস্তা পাড়ে ভাওয়াইয়ার গান শর্ষেফুলের ক্ষেতে মধু ও মাধুকরী সুখ! অতঃপর, পেছনে ফিরে তাকালে আজও আমি রংপুরি বাঙালিয়ানা, জীবন শিল্পের পথ খুঁজতে কারিগর যদি স্বপ্ন কিছু বাঁচে 'রাজা রামমোহন'-এর অন্ত্যমিলে।